প্রযুক্তির ব্যবহারে ৬ দালাল আটক মিরপুর বিআরটিএতে

Passenger Voice    |    ০৯:০৮ পিএম, ২০২৩-০৮-০৮


প্রযুক্তির ব্যবহারে ৬ দালাল আটক মিরপুর বিআরটিএতে

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর মিরপুর সার্কেল অফিসে দালাল নিয়ন্ত্রণে কার্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে। বিআরটিএ ঢাকা বিভাগীয় পরিচালক (ইঞ্জিঃ) এর কার্যালয় থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা হয় এই সিসি ক্যামরা। এক সময়ে দালালী ও তকবীর বাণিজ্য দুইটি চলতো বিআরটিএর এই সার্কেল অফিসে। বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মো. শহীদুল্ল্যাহ ও উপ-পরিচালক (ইঞ্জি:) রফিকুল ইসলামের যোগদানের পরে এই কার্যালয়ে অনিয়ম দুর্নীতি, ঘুষ বাণিজ্য, দালালী ও তদবীর বাণিজ্য প্রায় অনেকাংশে কমে গেছে। 

তবে এখনও কিছু দালাল কৌশলে বিআরটিএর কিছু কাজ করার চেষ্টা করলেও প্রযুক্তির ব্যবহারের কারণে তাদের চেষ্টা বিফলে যাচ্ছে। বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি বেরসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের অভিযানও পরিচালনা করা হচ্ছে। 

আজ ০৮ আগষ্ট (মঙ্গলবার) বিআরটিএর এই সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জি:) রফিকুল ইসলাম এর তত্বাবধানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এক মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সার্কেল  অফিসের ভিতরে ব্যাংকের সামনে, লাইসেন্স রুমের সামনে, কক্ষ নং ১১৫ এর সামনে, ১,২ ও ৩ নং গেটের সামনের সিসি ক্যামরা পর্যালোচনা করে চলাচলকারী ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে ০৬ দালালকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলো নুরনবী মুন্সি হৃদয় (২৭), মনির (২৭), রুবেল (৩০), মো: রবিউল ইসলাম (২৩), আবু সেলিম (৩৩) ও মোস্তফা জামান (৪০)।

বিআরটিএ ঢাকা মেট্রো-০১ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জি:) রফিকুল ইসলাম প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, আটককৃত দালালরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন গ্রাহকদের হয়রানী করে আসছিল। আমরা প্রযুক্তির সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬ জন দালালকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলে দোষ স্বীকার করেছেন। পরে প্রত্যেকেই ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

স্মার্ট বিআরটিএ বির্নিমানের লক্ষ্যে দালালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।